রণজিৎ মজুমদারের আলোক-সংশ্লেষণ : গল্পবৃক্ষ

ফাতরা প্যাঁচাল – দুনিয়ার শ্রেষ্ঠ আর্ট-ক্রিটিক মিস্টার বিনের মতন করে বলা যাইতে পারে ক্যামেরার পিছের মানুষটার দিলে মাইনষের প্রতি ভালবাসা টের পাওয়া যায়। তিনি মানুষকে ভালবাসেন। একটা বড়, বিশাল গুণ। মানুষ সংখ্যা না, মানুষ। আমাগো কাছে মানুষের তো নানান পরিচয়, জাতগত, ধর্মগত, শ্রেণিগত, পেশাগত, সংখ্যাগত(যেমন ধরেন এগারোশোর একজন, বা একশো এগারোর একজন) ইত্যাদিগত। আমরা এই ‘গত’ টা না পাইলে হাস-ফাঁস করি, আর পাইলে মনে শান্তি আহে। প্রত্যেকের গল্প থাকে, আনন্দ থাকে, কষ্ট থাকে, প্রেম থাকে, স্বপ্ন থাকে। যা আমরা পাত্তা দেই না। ফটুগ্রাফারে মনে লয় দেন। সন্দীপন-ভক্ত ফটুগ্রাফা্রে মনে অয় ইলিয়াসের চরিত্র খুঁইজা বেড়ান। রাঢ় বঙ্গের আলোকচিত্রী মিরপুর ১২ তে অন্তত তমিজের বাপরে মনে অয় খুঁজেন। খোয়াবের ডালপালা পাকুড় গাছের লাহান ফুইটা উঠে শিরায় উপশিরায়, চেহারায় গতরে। এই আরকি। ফাতরা প্যাঁচাল বন। এলা ছবি দেহেন। ভালবাসেন। যুদি পারেন আরকি। – নয় নাম্বার বাসের হেল্পারগন

1535084_10205043926447757_497254800639271240_n 10154564_10204095913548027_1246793243101399798_n 9782_10205061678371544_4023488522830637824_n 10574219_10204116919313158_2172437406483654370_n 10628501_10204929872116470_2054543484154164432_n 10686900_10204946655096034_5313250752605374577_n

রণজিৎ মজুমদার – স্কুল শিক্ষক, ফটোগ্রাফার। বাড়ি রংপুর। থাকেন মিরপুর।

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s