ডাইরির পাতা থিকা – কাজী মুনতাসির বিল্লাহ

চাইছিলা যে পাইবা?

“Seek, & ye shall find
Unsought goes undetected”
(As said Creon in ‘King Oedipus’ by Sophocles)

তুমি তো চাও নাই
চাইলে ঠিকই পেতা।
বইসা ভাবছিলা
গডোতে দিয়া যাবে,
সকল স্যাডনেস
পুঙ্গা মারা খাবে?
দিবস রাত্তির
সকাল কিবা সাঁঝে
চেষ্টাহীনতায়
স্বপন, অধরা যে।।

(১৫/০৫ /১৩)


রাজনীতি

লাউবাদীগো স্ট্রং কদুবিদ্বেষ
আর কদুবাদীগো স্ট্রং লাউবিদ্বেষ..
বেশ।

(০৩।০৫।১৩)


একটি ঈডিপাসীয়, পরিবেশবাদী প্রেমের কবিতা

অম্লজান
অই আম্মাজান
আম্নে কই যান?
কার বোনের ধারে?
গন্ধকের ধারে?
নেত্রজানের ধারে?

(০৪।০৬।১৩)


অম্লজানহীনতার সাবলাইমেশন

জানেন আপনে?
যেই মুহূর্তে
উদ্ভিদকূল
মুলতুবি রাখে
সালোক-সংশ্লেষণ –
কবি মাতারিরা
কাব্যি চুদান,
শিল্পীগুলান
শিল্প চুদান,
জ্ঞানীরা করেন
জ্ঞানের অন্বেষণ।

(১৬।০৬।১৩)


*

বিপদ ঘনায়মান, que sera sera
কেবা আছে বন্ডসম, যমদাদা ছাড়া?

(০৪।০৬।১৩)


শ্রদ্ধাঞ্জলি

নয় ভাল? ক্লীশে সব রূপকের চেয়ে?
জিন্দেগীটা তামা তামা কইরা দেনা মেয়ে।।

(০৪।০৬।১৩)


স্বপ্ন

ঐ   সফেদা গাছে
দুটো   কাক বসেছে
তুমি   জানালা দিয়ে
দেখ   দৃশ্যসকল
বসে   দাদীর পাশে
সেই   পুরান খাটে
যেটা   বানিয়েছিলেন
দাদা   আপন হাতে।।

(২৪।০৬।১৩)


রফিক আজাদের ‘বালকে’র প্রতি

বালক পোড়ো তুমি
দহনে খাঁটি হও।।

অন এ ডিফ্রেন্ট নোট-

বালক বড় হবা?
না বস, মাপ চাই।

(২১।০৬।১৩)


ঞ ও ওরাকল

ওদিকে নিও(দ্যা ওয়ান) গডো না ওরাকল, কোন ছাতার মাথার লিগা অপেক্ষা চুদায়, হতাশা চুদায় – কী হ্যাডার বাল চিন্তা করে। আহারে নিও, ঞ!

ওরাকল
শ্রোতাদের
বেছে বেছে তা-ই বলে
যা তাহারা
শুনিবারে
চায়।।

(১৫/০৬ /১৩)


Untitled


[কাজী মুনতাসির বিল্লাহঃ স্কুল শিক্ষক ]

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s