সোহরাওয়ার্দী পার্কে
……….
এই বসন্তে আসবো আবার
সোহরাওয়ার্দী পার্কে
আমরা ওখানে যেতাম প্রেমের কথা
চিন্তা করে করে যেহেতু
কৃষ্ণচুড়া
সমস্যা
পুলিশ খুব সমস্যা
এবং ছিল দালাল
এখন অনেক ফাঁকা জায়গা হয়েছে
সারি সারি ঐতিহ্য
গাছ কম
মিশ্র
শুনেছি বইমেলাও হবে
খুব ভাল হবে বইমেলা হবে
হয়তো আপনার প্রথম বই
শোভা পাবে সোহরাওয়ার্দী উদ্যানে ঠিক
যেই স্পটে
নব্বই দশকের
ধূলার ভিতর
প্রথম আমি চুমু খেতে শিখছিলাম
ঠিক মতো
টের পাবেন না সহসা
আমিও না
আবার পেতেও পারেন ধূলার ভিতর
চক্রাকারে
চিহ্নিত হয়ে যেতে পারে
কিংবা সোহরাওয়ার্দী পার্কে দেখা হলে
আগ্রহ তৈরি হতে পারে
(০৭/০১/২০১৫)

[ মেসবা আলম অর্ঘ্যঃ কবি, প্রকৌশলী। ঢাকার পুলা, বর্তমানে দেশের বাইরে থাকেন, তয় (আশা করা যায় )শীঘ্রই আবার আসিবেন ফিরে। প্রকাশিত গ্রন্থ-গ্রন্থিকা – ‘আমি কাল রাতে কোথাও যাই নাই ’, ‘তোমার বন্ধুরা বনে চলে গেছে ’ এবং ‘মেওয়াবনে গাণিতিক গাধা ’। – নয় নাম্বার বাসের হেল্পারগণ ]
Splendid
LikeLike
[…] স্ট্রিটেই আছেন। খাঁ খাঁ বইমেলায়, সোহরাওয়ার্দি পার্কে তারে পাইলেও পাইতে পারেন। প্রকাশিত […]
LikeLike
[…] স্ট্রিটেই আছেন। খাঁ খাঁ বইমেলায়, সোহরাওয়ার্দি পার্কে তারে পাইলেও পাইতে পারেন। প্রকাশিত […]
LikeLike