নদী আর নগর : এক অকৃতজ্ঞ খুনীর গল্প
নদীর সাথে আমার এই ঢাকার একটা প্রেম আছে। কিন্তু এই প্রেমটা কেমন যেন। রাতে নদীর কোলে মাথা রেখে ঘুমাই বটে কিন্তু দিনের বেলা ছিড়ে খুড়ে খাই! বুড়িগঙ্গা’র দুই পাড়ে গড়ে তুলেছি হাউজিং। বালু-বোঝাই দানবের মত নৌকা করে বুড়িগঙ্গা দিয়ে এসে দুইপাশে শুধু বালু আর বালু ফালাই! রাজনীতিটা সবাই বুঝে, তাতে আমার কী? ঢাকার ভিতরে খালি জমি আছে, যে সেই জমি দিয়ে ব্যবসা করব? তার চেয়ে বালু ফেলে জমি বানাই, হাউজিং বানাই; আমিও বউ-বাচ্চা নিয়ে খাই আর একগাদা পিপড়ার মত মানুষগুলোও থাকুক!!
বুড়িগঙ্গার দুইপাড়ে এক ভিন্ন জীবনধারা, শহরের মত আবার শহর থেকে কেমন যেন আলাদা। গল্প-উপন্যাস-কবিতায় যে নদীপাড়ের কথা বলা, তার মত না। ধুলার গল্প, বালুভর্তি পানির গল্প, ড্রেজার আর পাইপের গল্প, বিকেলে ঘুরতে এসে আবার ফিরে যাওয়ার গল্প! অকৃতজ্ঞ প্রেমিকের ঠাণ্ডা মাথায় করা এক খুনের গল্প! – জুলফিকার সাব্বির
[ জুলফিকার সাব্বির – ছবি তুলেন। ফটোগ্রাফি বা পেইন্টিং নিয়া পড়াশোনা করতে ভালবাসেন। বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত। – নয় নাম্বার বাসের হেল্পারগণ ]