***
মোনোটোনাস সন্ধ্যাসব স্নিগ্ধ
কপালে কালো টিপের মতোই যেন,
কিছুটা চমক, অল্প নতুনত্ব
ঘুম ভেঙে অলস মুড়িমাখা জড়তা
কোথাও কেউ না থাকার
আকুতি চিরে বের হয় নিঃশব্দ
মেলানকোলীয় লোডশেডিং এর আঁচল
আঁকড়ে ।
তবুও মেঘমালার কোমল
হাতে মেহেদির লাল
এসে ঘিরে ঘিরে ধরে, ক্রমশ
নিজেকে বিক্রিহীন ফেরিওয়ালার
অবসাদ পায়ের পাতায় আবিষ্কার
করলে ঘোর
চটকে ছিটিয়ে পরে নীলাভ
সিমেন্টের নগ্নতায়।
পরিত্রাণের খোঁজে পাতালপুরীর
ঠিকানা খুব জরুরি হয়ে পরে, ঠিক যেন
কেউ প্রেমিকার জন্য বকুল ফুলের
মালার সন্ধানে নেমেছে ।
হঠাৎ
আলো আলো আলো
চোখ বুঁজে যায় মরিচিকায়
তারপর শুরু হয় বোবাধরা একলা রাতের
অনবরত ছটফট
এভাবেই রাত আসে কাছে
আপন করে নিতে হয় জরা, বিদগ্ধ বিতৃষ্ণ
সম্পর্কের ঝনঝনে শেকলের পরিত্রাণের
ত্রাহি ত্রাহি উল্লসিত
বিষমাখা কাঞ্চনজঙ্ঘা
আয় ঘুম
একবার
বুকে তুলে নিয়ে গিলগামেশের
জাহাজে তুলে নিয়ে যা দিবারাত্রির
কাব্য শেষ হওয়ার দেশে।


[ অনিন্দ্য নাহার হাবীব – এইচ এস সি পরীক্ষার্থী। ভালবাসেন পড়তে ও লিখতে। আগ্রহী কবিতায়, গল্পে, আঁকাআঁকিতে ও পুরাণে । – নয় নাম্বার বাসের হেল্পারগণ ]