৮/১২/২০ বছর পরে
বৃদ্ধ বয়সেছি
কোলনে ক্যানসার
বেড়েছে রক্তের
সেরাম ক্রিয়েটিন
ছন্দ রক্ষায়
ক্রিয়েটিনিনটারে
করিনু ক্রিয়েটিন।
লিখছি বালছাল
মিনিট দশ ধরে।
অথচ বসেছিনু
করতে লিশটি
জীবনে করিনু কি –
শিল্প সৃষ্টি।
এখনো ওয়েটিং
মুক্তি কবে পাব?
জীবনে ফাইনাল
পুটকি মারা খাব।
(২৩-০৯-২০১২)
হায়রে ফ্লোরেন্তিনো আরিজা
৫৩ বছর ৭ মাস ১১ দিন পর ফ্লোরেন্তিনো আরিজারে কহিলেন মায়াবতী ফারমিনা ডাজা –
“ফ্লোরেন্তিনো, ……… বাড়ি যা!”
(১৫-০৫-২০১৩)
অশ্লীল
ঢেকেছে গ্লেসিয়ার
পাহাড় পর্বত
কালো বা লাল রঙ
গ্লেসিয়ারের।
গিরির উত্তরে
পূর্বে পশ্চিমে
শুনেছি দিন শেষ
তলোয়ারের।
(১০-০৬-২০১৩)
ক্যালকুলেটর
নিউ ইস্কাটনে
সারে কৃষ্ণচূড়া
আর রাধাচূড়া গাছ।
সেই গাছের নিচে
তুমি বিকাল বেলায়
হাঁট রাস্তা দিয়ে
হাতে বাদাম, লবণ,
যাও লাইব্রেরিতে
নিয়ে ডান দিকে মোড়
চিপা ছোট্ট গলি
হাঁট, গল্প কর
আমি সঙ্গী তোমার।
দেখ পথের ধারে
ছালা – দিয়া হোটেলে
ভাজে বিকাল বেলার
পুরি গরম গরম,
আরো একটু পাশে
এক বেঞ্চি পেতে
খেলে দুইটি বুড়ো
দাবা, মগ্ন হয়ে।
বুড়ো দুইটি মিলে
হবে দেড়শো বছর।
আর আমরা দুজন?
নাই ক্যালকুলেটর।
(২৭/০৬/২০১৩)
উনি
দ্রৌপদীর নানী
স্কলাস্টিকানী।
(২৯-০৩-২০১৪)
এক্সপেক্টো পেট্রোনাম
লর্ড বলদা-মর্দগো উত্থান ঘটিতেছে
তারা জাগিছেন
তাদের হ্যাডা জাগিতেছে।
অই দিকে
সাথে রহিয়াছে
ডিমেন্টর,
তাহারা ঘুরিয়া বেড়াইতেছে
হাঁউ-মাঁউ-খাঁউ সাইরেন বাজায়া।
সাম্রাজ্যবাদী ডিমেন্টরগো ডরে দেশি ডিমেন্টরগো লয়া –
ইম্পেরিয়ালিস্টগো ইম্পেরিয়াস মন্ত্রে অভিভূত
আমাগো কর্তৃপক্ষ
পেট্রোনাস মন্ত্র ছুইড়া দিতাছেন –
“এক্সপোর্টিং পেট্রোলিয়াম”।
আন্ধাইর। সব আন্ধাইর।
এলা তোরাই ভরসা
ও হরি
ও হীরামনি
ও বিজলি রাণি –
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি-পক্ষীরাজ যুদি তগো ধারে ক্ষ্যাত লাইগা থাকে
তো
ফিনিক্সের ল্যাঞ্জা ধইরা
নায়, হিপোগ্লিফের পিডে চইড়া
আয়।
মাগলদিগেরে বাঁচা।
নয়তো মাগলদিগেরে কে দিবে দেখায়ে পথ –
হ্যাতেরা যাবে কনে ছলি?
সুতরাং
হে কাজল শাহনেওয়াজের পবিত্র বাচ্চা হাতি
তোমার দোহাই লাগে
তুমি হরি, হীরামনি, বিজলি রাণিগো কবিতার খাতাত
ভদাম করি পাইদা দিও না।
পিলিজ,
ইউ নো আই লাবিউ…..
ওউওউওউএহিইইইইই
আইলাবিউ মোর দ্যান আই ক্যান সেইইইইই
পিনাকেতে লাগে (নিম্ফাডোরা) টঙ্ক আর
বসুন্ধরার ডাম্বলডোরে।।
(১১-০৬-২০১৫)

[কাজী মুনতাসির বিল্লাহ – স্কুল শিক্ষক ]