আমার আয়না কান্দে , আমি কান্দিনা
আমার স্বপ্নগুলান উড়াল মারে, ধরতা পারিনা।
ঘুড্ডির লাহান ফড়ফড়াইয়া
কষ্টগুলান বুকের মইজ্যে সুহের মাঞ্জায় কইলজা কাটে
সইতা পারিনা, আদম সইতা পারিনা।
আমার আয়না কান্দে, আমি কান্দিনা।
হেরার গর্ভে বইয়া থাকি
ইসরাফিলের শিঙ্গা ফুঁকি
ব্যাক মরে অনবিচারে
ঈসায় কান্দে মায়ের কোলে
চুমতে পারিনা, তারে চুমতে পারিনা।
আমার আয়না ভাঙ্গে, আমি ভাঙ্গিনা।
আরশি ফাইডা গুলাব ফুডে,
কলকলাইয়া লহুর নদী
গরম ভাতের মইদ্ধ্যে ঢোকে,
আমি তহন পানার তলে
মায়ের প্যাটের মইদ্ধ্যে আবার
ফজরব্যালার নিদ্রা গ্যাছি
আমার ঘুম জাইগা যায়
আমি জাগি না।
আ মা র আ য় না কা ন্দে আ মি কা ন্দি না।

[ সাব্বির পারভেজ সোহান – কবিতা আর সিনেমা ভালবাসেন। সিলেট থাকেন। – নয় নাম্বার বাসের হেল্পারগণ ]