সাঁতারু জোনাক – হাসান তৌফিক ইমাম

রূপচাঁদা কি দেখতে তুমি পাচ্ছো অন্ধকার?

অন্ধকার কী করে দেখতে পাও প্রভান্বিতা আলতা চোখে?

অন্ধকার অতিলৌকিক জ্যামিতির একটি থাকে ভরকেন্দ্র আদিম।

হিসেব করে ভরকেন্দ্রটি থেকে নিমেষে বলে দেয়া যায়,

কত ন্যানো সেকেন্ড অনিকট ব্যবধানে

বিরাজিতা একটি গ্রহ, একটি নীলাকাশ কত ফোঁটা

জল আগলে রাখে নিঃসীম বুকে, একটি মেট্রোপলিটন

কতবার করে হাহাকার এক পশলা সবুজ কামনায়।

কেবল বলা যায় না, একটি সাঁতারু জোনাক ক’বার

নিভৃতে বিলোয় আলোর মিটমিট নিরন্তর অন্ধকারে।

fireflies.jpg!Blog
‘জোনাক’ – এর্তে ; প্রাপ্তিসূত্র – http://www.wikiart.org/en/erte/fireflies

 


 

 

hasan
ফটো – রূপচাদা

[হাসান তৌফিক ইমাম – ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন, প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ]

 

One comment

  1. হাজারো সাতারু জোনাক রয়েছে অন্ধকারে, যারা হিসাববিহীন মিটমিট আলো জ্বালিয়ে পথ দেখায় পথিককে, অবকাশযাপনের ক্ষেত্র করে দেয় যুগলকে।
    ধন্যবাদ প্রিয়কবি, ভাবে ভরপুর এমন একটি কবিতা উপহার দেওয়ার জন্য

    Like

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s