রূপচাঁদা কি দেখতে তুমি পাচ্ছো অন্ধকার?
অন্ধকার কী করে দেখতে পাও প্রভান্বিতা আলতা চোখে?
অন্ধকার অতিলৌকিক জ্যামিতির একটি থাকে ভরকেন্দ্র আদিম।
হিসেব করে ভরকেন্দ্রটি থেকে নিমেষে বলে দেয়া যায়,
কত ন্যানো সেকেন্ড অনিকট ব্যবধানে
বিরাজিতা একটি গ্রহ, একটি নীলাকাশ কত ফোঁটা
জল আগলে রাখে নিঃসীম বুকে, একটি মেট্রোপলিটন
কতবার করে হাহাকার এক পশলা সবুজ কামনায়।
কেবল বলা যায় না, একটি সাঁতারু জোনাক ক’বার
নিভৃতে বিলোয় আলোর মিটমিট নিরন্তর অন্ধকারে।


[হাসান তৌফিক ইমাম – ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন, প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ]
হাজারো সাতারু জোনাক রয়েছে অন্ধকারে, যারা হিসাববিহীন মিটমিট আলো জ্বালিয়ে পথ দেখায় পথিককে, অবকাশযাপনের ক্ষেত্র করে দেয় যুগলকে।
ধন্যবাদ প্রিয়কবি, ভাবে ভরপুর এমন একটি কবিতা উপহার দেওয়ার জন্য
LikeLike