*
তোমার তীক্ষ্ণ দু চোখ এড়িয়ে মুক্তি কোথাও নাই
আমিতো তোমার স্বপ্নেতে বোনা মুক্তা, ঝিনুকে ঠাঁই
তোমার লালার সীমানা পেরিয়ে কোন খানে আর যাবো
পথে পথে ঘোরা শকুন ও শেয়ালে তোমাকেই খুঁজে পাবো
তোমার মুঠিতে স্বাধীনতা রেখে শূন্যে উড়াই ঘুড়ি
তোমার হাতেই লাটাই আমার, কী করে আকাশে উড়ি
তোমার গরজে দ্রৌপদী আমি, প্রেমের বেসাতি বিক্রি
ভাগের গঙ্গা যে পায় সে নেবে, নিবন্ধনের ডিক্রি
(১২/০৮/২০১৪)
*
নিয়মিত উপভোগ শেষ
দুজনের ফিরে চলা –
পাশ বালিশের ওয়ার, শিমুল তুলার গুঞ্জন।
চোখের ভেতরে চোখ, নক্ষত্র এক আকাশ
দেখেনি প্রেমিক
আষাঢ়ে আসঙ্গে ব্যক্ত বেদনার স্বাদ
পায়না প্রেমিকা।
বহুতল ভবনের ছাদ গলে নেমে গেছে চাঁদ
সে কোন বেলায়……
(১০/১১/২০১২)


তাসলিমা তাহরিন – সাংবাদিক।