দু’টি ভইষাক্ষর কবিতা: ‘রোমাঁ রোলা’ ও ‘গু-মখমল’ / মহসিন রাহুল

রোমাঁ রোলা /  যে শব্দগুলোর অর্থ নাই মনে হচ্ছে, তাদের অর্থ নাই 

বিতিকিতি ধা ধেই তা
গ্রা গ্রা গ্রাঞ্জৌঃ কীটাণু

সুখবাংগাহো নদীর তীর

তক্তা, কুত্তা, পোয়াতি লাশ
ইন এন একর অফ গ্রীন গ্রাস

সুখবাংগাহো, তিতুমীর।

জলে গো জলপাই ভূমিতে কবিতা
আকাশে জুছনা কুমীর
কামড়ায় রাত্রে ।

আ আ এ ধা এ ধা
ধা এ ধাট এ বাট রুন্ধেলা?
দেখৌ চিকিচিকি বিমনা
রোমাঁ রোলা।।

bhaishakkhar_drawing

বৃষ্টির কবিতা ( গু-মখমল)

গু-মখমল দে দে ঘাটাঘটাঘেট ঘেট্টু
ঘাটালকামুদ কার্বাচিনে
বার্বাতাসে
মন মাতানো
আর্জাতুমুল বৃষ্টি খাই
খা খা খা রে সখা সদাং প্রিয়ম্বদে
গুমখমল দে দে।।

কী যে ভীষণ কেলেংপাহাড়
মেঘডম্বুর
ডাডাডাংগুলি
লাল হইবেন
নীল হইবেন
ক্রান্তাক্রান্তিবিষুববলয়
সেই বহে মলয়।।

আন্ডু দহে প্রাণের মধ্যে ব্রিফকেসে
ফুল ঝরে শান্তি
দাস্তয়েভাস্কি
লা লা লা লা লা লা
লা লা লা লা
আম কুড়ানোর দিন।
ত্রিসংবীণে মধুরতা।
খণ্ড খণ্ডে
নেহি দিল্লী
নেহি লক্ষ্ণৌ
মীর তকী আর
ভিক্ষুকের যে মলিনতা।।

তুমুল বৃষ্টি
সম্রাটেরা
লুঠের মালে কিলবিলা
বিল পেরিয়ে
বৃষ্টি নামে বৃষ্টি নামে
অমরতার ডান্ডুলামে
আম্রকানন
জাম্রকানন
গু-মখমলে
ডোমের ছেলে দুপুরবেলা
পাতের মধ্যে বাঘের অন্ত্র
হেলখাউদার
মাখিয়ে দে, প্রিয়ম্বদে প্রিয়ম্বদে,
গু-মখমলে দে ঘাটাঘাট ঘেট্টু।।

গুমখমল দে দে ঘাটাঘাটাঘেট ঘেট্টু
বেগুনবনে মিনোটরে
দে তুলে রেভালুশোন
দড়ি খুলে আয়
সমীরণ
আয় সতীমারণ
একটু একটু
রেনেসাঁসের বার্বাতাসে তুমুল বৃষ্টি
গান ধরেছি।।
আম ধরেছি।।

প্রিয়ম্বদে, প্রিয়ম্বদে….

 


[শব্দ-ইংগিতঃ
ঘাটাল = মেদিনিপুরের এক অঞ্চলের/গ্রাম নাম
কামুদ = কামুদপুর, মৌলভিবাজারের কমলগঞ্জের গ্রাম
কার্বা = গোলাপ রাখার পাত্র
আর্জা = নক্ষত্রের নাম, ” যে-নক্ষত্রে গেলে কর্ত্তার মৃত্যু হয়।”
বার্বাতাস = portmanteau শব্দ, Barbaric+বাতাস।
কেলেংপাহাড় = কেলেংগা/কালেংগা নামধেয় পাহাড়ি অঞ্চল (মৌলভিবাজারস্থিত)
ডাডাডাংগুলি = portmanteau শব্দ, Dadaist/Dadaism+ ডাংগুলি।
আন্ডু = আন্ডা/ডিম থেকে
দাস্তয়েভাস্কি = portmanteau শব্দ, দাস্ত(পাতলা পায়খানা)+দস্তয়েভস্কি
ডান্ডুলাম = ডান্ডা+পেন্ডুলাম
ত্রিসংবীণে = সম্ভবত ভুল আঁঠায় বানানো শব্দ, ত্রি(তিন) সং (ক্লাউন) বীণ (বাঁশি)।
হেল্খাউদার = সিলেটি শব্দ ‘হেলখাউদারি’ থেকে, (=আহ্লাদিপানা)।
গুমখমল = গু(বিষ্ঠা)+মখমল] 
মিনোটর = বলাবাহুল্য, গ্রিক পুরাণের জন্তু


mohsin_self

মহসিন রাহুল –  চিকিৎসক ও সরকারী চাকুরীজীবী। ছবি আঁকা, সার্জারিবিদ্যা ও দর্শনে আগ্রহ। কিছুটা পেক্টাস এক্সকেভাটাম আছে, বাঁহাতি, ধূমপায়ী । জন্মসাল: ১৯৮১।  – নয় নাম্বার বাসের হেল্পারগণ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s